ষোড়শী তন্বীর বাঁকা হাসি ভুলিনি।
এতো নিষ্ঠুর কেন?
আমার অনুপস্থিতি কি কাঁদায় না?
আমি যে কতোটা কাঙাল,ভেবে দেখেছে কি?
অনেক গল্প জমেছে মনে,
যেমন স্বপ্নে ছোঁয়া প্রণয়ের
সবুজ বন্যায় দুজনের হারিয়ে যাওয়ার
শুভ্র মেঘের ফাঁকে ইচ্ছে ঘুড়ি হওয়ার
কিংবা ফেরিওয়ালার স্বপ্ন ভাঙা-গড়ার
এমনই অনেক গল্প।
আকাশের রঙ বুঝে উঠার আগেই
খাঁ খাঁ করে মনের সীমাহীন অভয়ারণ্য
আস্ত হাঁড়িটাই যেন ভেঙে গেছে হাটে
বির্মূত ভাবনা ভেঙ্গে চুরচুর।
ভীষণ তৃষ্ণার্ত আমি
চুঁইয়ে পড়া অশ্রুধারায়
কান পেতে শুনি প্রতীক্ষার পদধ্বনি
নিরবতার অন্ধকারে খুঁজি সশব্দ চলাচল।
আমি কি সত্যিই ভাবালেশহীন মৃত!
চাহনীর ভাষা বন্দী একা অবসরে
শুনশান মস্তিস্কে অমাবশ্যা ঘুরপাক খায়
আর খাবি খায় আমার মৌনতা।
বাঁকা হাঁসি এতো নিষ্ঠুর কেন?