উত্তর নয়
এক সাধারণ প্রশ্ন আমি,
নিত্য নতুন বাহারি শব্দে সাজিয়ে, গুছিয়ে
যেগুলো জিগ্যেস করেছো বারবার
কিন্তু নিরুত্তর থেকেছে সকল গুণীজন
আমিই সেই প্রশ্ন, তোমার অন্তঃআত্মার...
এক সাধারণ প্রশ্ন আমি,
নিত্য নতুন বাহারি শব্দে সাজিয়ে, গুছিয়ে
যেগুলো জিগ্যেস করেছো বারবার
কিন্তু নিরুত্তর থেকেছে সকল গুণীজন
আমিই সেই প্রশ্ন, তোমার অন্তঃআত্মার...
নিপুণ হাতে গড়েছো তুমি,
কিন্ত,প্রতিমার মত স্থাপিত করো নি
বিসর্জনও করোনি মাঝ গঙ্গায়
বদলে আগলে রেখেছিলে বুকের মাঝে....
নিত্য নতুন পরিস্থিতিতে খুঁজেছিলে আমায়
তবুও কেন,থেকে থেকেই জিগ্যেস করেছো?
ঠিক প্রশ্নের মতই.....
হ্যাঁ,আমিই সেই প্রশ্ন, তোমার অন্তঃআত্মার....
কিন্ত,প্রতিমার মত স্থাপিত করো নি
বিসর্জনও করোনি মাঝ গঙ্গায়
বদলে আগলে রেখেছিলে বুকের মাঝে....
নিত্য নতুন পরিস্থিতিতে খুঁজেছিলে আমায়
তবুও কেন,থেকে থেকেই জিগ্যেস করেছো?
ঠিক প্রশ্নের মতই.....
হ্যাঁ,আমিই সেই প্রশ্ন, তোমার অন্তঃআত্মার....
এক কাঠফাটা, বৈশাখী দুপুরে
অনায়াসেই সৌপে দিয়েছো তৃষ্ণার্ত সাধুর ঝুলিতে
ভেবে দেখোনি কোনোদিনই
প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলেছো বারবার
হয়তো এটাই স্বাভাবিক ছিল!!
অনায়াসেই সৌপে দিয়েছো তৃষ্ণার্ত সাধুর ঝুলিতে
ভেবে দেখোনি কোনোদিনই
প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলেছো বারবার
হয়তো এটাই স্বাভাবিক ছিল!!
অস্তিত্বের খোঁজে আজ যাযাবর!
হারিয়ে যাচ্ছি আত্মাদের ভিড়ে
তবে এটাই শেষ প্রাপ্তি কিনা জানিনা!!!
হারিয়ে যাচ্ছি আত্মাদের ভিড়ে
তবে এটাই শেষ প্রাপ্তি কিনা জানিনা!!!
উত্তর নয়...
আমিই সেই প্রশ্ন,
আর চিরকাল প্রশ্নই থেকে গেছি,
তোমার অন্তঃআত্মার.....
আমিই সেই প্রশ্ন,
আর চিরকাল প্রশ্নই থেকে গেছি,
তোমার অন্তঃআত্মার.....