মহা আনন্দে কাটছে জীবন,
দূঃখ দাঁড়িয়ে আছে এককোণে
বিমর্ষ, প্রাণহীন.....।
কথাগুলো বাস্তব, নাকি কল্প দুনিয়ার আষাঢ়ে গল্প
ধূর্তের আদিখ্যেতা না মিথ্যাচারের ফুলঝুরি।
জীবনটা ওই একই রকম রয়ে গেছে
আলো আঁধারীর মায়াবী দুনিয়া।
আমাদের সকলের পাতে এক একটি ডিম
ড্যাব ড্যাব করে চেয়ে আছে করুণ চোখে।
কেউ কেউ, হয়তো বা অনেকেই
আগেই খেয়ে ফেলেছে, সেই ডিম
আবার রয়ে গেছে কারো না কারো পাতের
কোনও এক কোণে...
চকচকে, ধবধবে সাদা ডিম।
যদি পারো....
হে শৈশব, তুমি ফিরে আসো
আমার পাতে আরেকটি ডিম দিয়ে যাও.....
পুনরায় খেতে ইচ্ছে করছে।