বুঝিনি ছোট্ট একটা ইঙ্গিত
আমি অজ্ঞই থেকে গেলাম।
শব্দের গভীরতা যখন চেতনায় মিশে যায়
অভিমানে মুখ ফিরিয়ে নেয় সারেঙ্গিবাদন
ভেবেছিলাম অল্প-স্বল্প উত্তাল হবে আবেগ
বদলে জেব্রার জটিল আঁকিবুকিতে হয়েছে ভাগ
ক্লান্ত মন, ঢের পায় নি সরল স্পর্শের
দৃশ্যগুলো ক্রমাগত দানব রূপে বলীয়ান
ধুলোপথের শেষে নিজস্ব আকাশ
এঁকেছে শোকের শেষ সমাধি।
দিনের শেষে ছুটে বেড়ানো ডাকপিয়নের
আঁকড়ে ধরা নিঃশব্দতা,
কুড়ে কুড়ে খায় অক্ষরের স্তব্ধতা
শেষের হৃৎপিণ্ডটা শুয়ে থাকে ধ্যানের ছায়ায়
জেগে থাকে অতৃপ্ত আত্মার প্রতিচ্ছবি
প্রাপ্তি যেখানে কানায় কানায়।।