আকাশটা ইদানীং কালো রঙে ঢেকে যাচ্ছে
প্রতিটি সকাল আর সাধারণ নয়
কাছের লোকগুলো ভাইরাসে আক্রান্ত
ক্রমাগতভাবে কেশে যাচ্ছে।
কিছু শ্লোক আছে
মুখে মুখে ফিরুক ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে
স্বদেশী কিশোর হচ্ছে নিরুদ্দেশ
আগুণ-পর্বের খেলা দেখতে ভিড় যথেষ্ট।
এইতো সেদিন হীরক রাজার দেশ থেকে ফিরলাম
রাজার মুকুটে ঘুণের বাসা বেঁধেছে
মনটাও খারাপ
কিছু টোটকা ছিল, বিলিয়েছি।
অপেক্ষার প্রায় ছ-দিন পর ফিরে এসেছি
ঠোঁটে মৃত্যুর ভাইরাস নিয়ে
মুখোশের মুখ, আর ছোঁব না
অন্য বসন্তের কথা ভেবে।
আভাস দিয়েছে সুপ্রাচীন বলিষ্ঠেরা
কিছু কথা ওড়ে বাতাসে
অমোঘ শ্লোকও এরই দলে
দরজা পেরোলেই, সামনে দাঁড়িয়ে আলো।
ধূসর বাউন্ডুলে কিছু রঙ,
দূর করবে আকাশের কালো দাগ,
বিস্বাদের গাঢ় অন্ধকার।
একদিন নিশ্চিত,
বাহান্ন তাসের ভাঁজ ছোঁবে শুদ্ধ হাত
কে কে আছে ছোঁয়ার অপেক্ষায়?