অদ্ভুত বাঁধনে জড়িয়ে

এডমিন
1



অক্টোপাশের অদ্ভুত বাঁধনে জড়িয়ে আছি...
সুরক্ষার সম্পূর্ণ ঘেরাটোপে আছি
পরিবেষ্টিত উঁচু উঁচু গগনচুম্বী প্রাকার
তবুও ভয় সুরক্ষিত আস্তানায়!
বাহিরের অনাবৃত পরিধির কথা
চিন্তাভাবনা করাই বৃথা।

অক্টোপাশের অদ্ভুত বাঁধনে জড়িয়ে আছি...
বাল্যকালের সব ঋণের বোঝা
প্রাত্যহিকে তাড়া দেয়
কিস্তিতে কিস্তিতে পরিশোধ করেছি ঋণ
কিন্তু বেড়েই চলেছে মূলধন।

অক্টোপাশের অদ্ভুত বাঁধনে জড়িযে আছি....
এক একটা বেড়ি
অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছি
সোনা, রূপা ও অন্যান্য ধাতবের সংমিশ্রণে
আজ প্রণেতারই হাতে পায়ে বেড়ি।

অক্টোপাশের অদ্ভুত বাঁধনে জড়িযে আছি....
স্বাধীনতার সুগন্ধিত ঘ্রাণ
বাতাসে ভরপুর
তবুও প্রতিটি স্বাস মর্জিহীন।

অক্টোপাশের অদ্ভুত বাঁধনে জড়িযে আছি....
না চাওয়া-পাওয়াগুলো স্বাধীন
না চলার পথগুলো মসৃণ
পথভ্রষ্ট সব রঙ
কিছু সাদা আর কিছু কালো।

অক্টোপাশের অদ্ভুত বাঁধনে জড়িযে আছি....
প্রাপ্ত সাজা,নিজেই অপরাধী
বন্দী জীবনের বহির্ভাগ আরও সংকটময়
ইচ্ছেগুলো পর্দাহীন, সত্যও পৈশাচিক
বিপন্ন তন-মন, তাৎক্ষণিক বখেড়ায়।

অক্টোপাশের অদ্ভুত বাঁধনে জড়িযে আছি....
প্রতিটি টুকরো টুকরো স্মৃতি,
প্রতিটি সম্পর্কই সম্পদ
পর্বতসম এই সম্পদই আঁকড়ে ধরে আছি,
আয়াতের মত!!
এই-ই 'আমি',আমার সকাল, আমার বিকেল
এছাড়া আমার অস্তিত্ব সঙ্কটে, পরাধীন
আর প্রতিটি ক্ষণই এক-একটি চাবুক
সর্বদা উদ্দ্যত সংসার ধর্মে.....।

Post a Comment

1Comments
Post a Comment

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !