সে কোথাও হারিয়েছে.....।
ঘরের এক কোণে ঘাপটি মেরে বসে থাকতো,
অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সে।
তার সময় অসময়ে অহরহ 'হায়' তোলায়
আমার কথাগুলো, নিজেরই অর্থ ভুলে যায় ।
যখনই সে মিশে যায় নিকষ কালো আঁধারে,
হারিয়ে ফেলি চিন্তা-ভাবনার শেষ ক্ষমতা।
সে কোথাও হারিয়েছে.....
নিশ্চিত প্রকট হবে সশরীরে, ...কিন্তু কবে?
আজকাল আমি ঘন্টার পর ঘন্টা, ফিসফাস করি
ডুবে থাকি বইয়ের পাতায়
তবুও, ঘরের প্রতিটা কোণা এখনও খালি!
আমার উপস্থিতিই কি তার উদাসীনতার মূল চাবি?
সম্পূর্ণ, জেনেশুনেই আমি শব্দের গোলা তৈরি করি
একটু আধটু বারুদে চুবিয়ে, ফুলঝুরির ফিরকি দেখি
সে হেঁসে ওঠে, খিলখিলিয়ে
তবুও তার দর্শন লাভে, বঞ্চিত আমি....।
তবে তার উপস্থিতি অনুভব করি
জানি, সে লুকিয়ে আছে আমারই খুব কাছে
কেননা যখনই আমি ঘুমি থেকে জাগি
দেখি চোখের সামনে লন্ডভন্ড ঘর-দোর!
বুঝেছি, মোটেও নয় সে আমার সাথী....
তবে কে সে?
আমার ছায়া না আমারই অন্তরের যমজ?
নাঃ, আর কিছুই ভাবতে পারছি না !!
You have wonderful imagination power ����
ReplyDelete