পীড়া, টপ-টপ করে টপকায়
ফাঁকা ঘরের সর্বত্র.…...
পলকে ঝপকে অস্থিরতা সৃষ্টি হয় অন্তরমহলে।
যেমনটি করে এক অবোধ বালক
স্থির জলে, বার বার পাথর ছুঁড়ে,
সেই পাথরে সৃষ্ট বৃত্ত, জলকে অস্থির করে তোলে।
বহু সময় ব্যতীত হয় ধাতস্থ হতে
সে দীঘির জল হোক বা অন্তরমহল।
আচ্ছা,পীড়ার সংজ্ঞা কি হতে পারে?
মনে হয় মনের গভীর গিরিখাতে বহে যাওয়া রহস্য।
কিন্তু তারে জানার আগ্রহ প্রকাশেই
সে পীড়া আর পীড়া থাকে না
দুঃখে পরিণত হয়......।
পীড়ার লক্ষ্যণরেখা পারের সাধ্যি কি কারও আছে?
সে তো চোখের পাতা ফেলার মতই....।
যদিও বা জেদের বসে চোখের দুপাতা স্থির করে
পরিণাম সকলেরই জানা....!!
তৎক্ষণাৎ বিনা মেঘে বৃষ্টি নামে
চোখ-দীঘি ভরে যায় বিন্দু বিন্দু মোতিতে
আর পীড়া দুঃখে পরিণত হয়......চিরতরে।