আমি কে?
বাস্তব না কল্পনার প্রতিচ্ছবি....
গর্ব না অহংকার!!
আমার,
না আছে কোনও স্বার্থ, না শঠতা
না আছে শত্রুতা, না মিত্রতা
না কোনও ঝগড়া বিবাদ......।
আমি,
সেবায় মগন থাকি প্রত্যেকটি "তার" জন্য!
প্রস্তুত প্রাণের আহুতি দিতে প্রত্যেক "তোমার" জন্য!!
আমি চৌরাস্তার এক কোণে ঝোলানো
উদাসীন বৈজ্ঞানিক ডাক-বাক্স...।