প্রকাশ ও আস্থা

এডমিন
0

"নোংরামিটা নিজের কাছেই রাখো'
এমন গালিগালাজের মাঝে হঠাৎই জেগে উঠি।
আর অন্ধকারে হারিয়ে যাওয়া ক্যানভাসে
কম্পিত হাতে,তুলির আঁচড়ে ভরে দিই।

ভিড়ের মাঝে,
অভিশাপের ছোবল দিয়ে চলে যাওয়া
যুবতিদের বহুদূর পর্যন্ত দেখি,
যতক্ষণ না স্মৃতি পঞ্চত্বে বিলীন হয়।
একজোড়া আবছায়া হাত,
খুব শক্ত করে মাথাটা চেপে ধরে!!
অস্ফুটস্বরে নিজেকেই বলি "মা আমি আসি...."।

প্রকাশের তেজ সহ্যের সীমা অতিক্রম করেছে
উৎস কোথাও বহু আলোকবর্ষ দূরে.….
অট্টালিকার কার্নিশে বসে দেখার চেষ্টা করি
প্রকাশের সমান্তরাল গতিপথ।
প্রখর তীব্রতায়,শরীর জুড়ে শব্দের ছুটাছুটি,
পুড়ে ছাই হওয়ার ভয়ে তোলপাড় শুরু।

এখন মনে শুধু আস্থা ও আশঙ্কার জয়জয়কার!
আর যখনই মনে আস্থা জাগে,
রান্নাঘরে ছুটে গিয়ে, এক কাপ চা করি।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !