Home রূপক কবিতা একা কেঁদেছিলাম একা কেঁদেছিলাম লেখক - এডমিন Tuesday, March 17, 2020 0 সঙ্কোচের ফাঁসিতে লেগেছিল সাত সুর।। জীবনে দ্বিতীয়বার একা একা কেঁদেছিলাম সামনে ছিল এক বিশাল জলরাশির সাগর গাল বেয়ে নেমে এসেছে গভীর বিষের স্বাদ। করলে ফুলে ভরা দীঘিতে দেখি এক পানকৌড়ি একা একা সেজদা করছিল। অনেকেই হয়তো কেঁদেছে দ্বিতীয়বার.... Tags কাব্যরূপক কবিতা Facebook Twitter Whatsapp Newer Older