পর্যটক
ছলছল চোখের আড়ালে
কোন নদী, কেমন তুফান নিয়ে আসে
আমি তার উৎস জানার চেষ্টা করিনি।
কোন নদী, কেমন তুফান নিয়ে আসে
আমি তার উৎস জানার চেষ্টা করিনি।
আমি এক সাধারণ দর্শক ছিলাম.....
এক ধরণের পর্যটক,
যে ছলছল চোখের সামনে ,
পিছলে পড়ে যায়।
এক ধরণের পর্যটক,
যে ছলছল চোখের সামনে ,
পিছলে পড়ে যায়।
আমি না জানি, কতই না বন্যা দেখেছি।
রাস্তায়,
অলিতে গলিতে,
বস্তিতে, বস্তিতে
খানা-খন্দে,
উপচে পড়া নালা নর্দমায়
গ্রামে গঞ্জে,
শহরের প্রান্তে প্রান্তে।
রাস্তায়,
অলিতে গলিতে,
বস্তিতে, বস্তিতে
খানা-খন্দে,
উপচে পড়া নালা নর্দমায়
গ্রামে গঞ্জে,
শহরের প্রান্তে প্রান্তে।
'বৃষ্টি থামবে'
'চঞ্চল নদী এবার শান্ত হবে'- এর শেষ
দেখতে দেখতে আমি আজও পর্যটক।
'চঞ্চল নদী এবার শান্ত হবে'- এর শেষ
দেখতে দেখতে আমি আজও পর্যটক।
না আমি কোনদিন জানতে পারলাম
ছলছল চোখের উৎস কোথা?
না কোনও নদীকে পথ দেখিয়ে
তার গন্তব্যে পৌঁছাতে পারলাম।
ছলছল চোখের উৎস কোথা?
না কোনও নদীকে পথ দেখিয়ে
তার গন্তব্যে পৌঁছাতে পারলাম।
শুধু নির্বাক পর্যটকই থেকে গেলাম।