পর্যটক

এডমিন
0
পর্যটক

ছলছল চোখের আড়ালে
কোন নদী, কেমন তুফান নিয়ে আসে
আমি তার উৎস জানার চেষ্টা করিনি।
আমি এক সাধারণ দর্শক ছিলাম.....
এক ধরণের পর্যটক,
যে ছলছল চোখের সামনে ,
পিছলে পড়ে যায়।
আমি না জানি, কতই  না বন্যা দেখেছি।
রাস্তায়,
অলিতে গলিতে,
বস্তিতে, বস্তিতে
খানা-খন্দে,
উপচে পড়া নালা নর্দমায়
গ্রামে গঞ্জে,
শহরের প্রান্তে প্রান্তে।
'বৃষ্টি থামবে'
'চঞ্চল নদী এবার শান্ত হবে'- এর শেষ
দেখতে দেখতে আমি আজও পর্যটক।
না আমি কোনদিন জানতে পারলাম
ছলছল চোখের উৎস কোথা?
না কোনও নদীকে পথ দেখিয়ে
তার গন্তব্যে পৌঁছাতে পারলাম।
শুধু নির্বাক পর্যটকই থেকে গেলাম।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !