#দাদুর_বনবাস
দাদুর পাগলামটা আর দাদুর একার নয়।
আশেপাশে গিজগিজ করছে পাগলের দল।
প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সর্বসম্মতিতে
প্রথম ভাষণেই সৃষ্টি হয়েছে দাবানল!
আশেপাশে গিজগিজ করছে পাগলের দল।
প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সর্বসম্মতিতে
প্রথম ভাষণেই সৃষ্টি হয়েছে দাবানল!
একটি ড্রোন, আকাশে চক্কর কাটছিল,
দাদুও কম যান না,
বাজের সাথে এঁটে উঠতে পারে নি
মুখ থুবড়ে পড়ে আছে ড্রোন ।
দাদুও কম যান না,
বাজের সাথে এঁটে উঠতে পারে নি
মুখ থুবড়ে পড়ে আছে ড্রোন ।
অসময়ের শিলাবৃষ্টিতে দাদু ভিজলেন
একবার, দু বার করে বেশ কয়েকবার।
সর্দি, কাশি, হাঁচি নিয়ে দাদু ঠাঁই বনবাসে
একদিন, দুদিন.......শেষে অনাহারে....।
একবার, দু বার করে বেশ কয়েকবার।
সর্দি, কাশি, হাঁচি নিয়ে দাদু ঠাঁই বনবাসে
একদিন, দুদিন.......শেষে অনাহারে....।
যমদূত দূরে দাঁড়িয়ে আছে,
দোটানায় মন!
মহামারীর আশঙ্কায়
ধারে কাছে ঘেঁসেনি কেউ
মৃত্যুপুরি থেকে সসম্মানে ফিরে এসেছে।
দোটানায় মন!
মহামারীর আশঙ্কায়
ধারে কাছে ঘেঁসেনি কেউ
মৃত্যুপুরি থেকে সসম্মানে ফিরে এসেছে।
উবে গেছে যন্ত্রণা,
সোনালী রোদ, দাঁত কেলিয়ে হাসে
ঘুম থেকে উঠে দাদু মনটা একটু বেশিই ফুরফুরে।