এক পলক

এডমিন
1


আমরা ভাবি.....
সময় এতটাই ছোট হয়েছে,
যেন অনায়াসেই মুঠো-বন্দী হয়।
বদলে কালের পরিধি ক্রমশই উর্ধমুখী
যেন কৃত্তিম চশমার চাদর চোখের চতুর্দিকে।
এমনই,
স্থান-পরিধি-কালের ফেরে কোথাও
হারিয়েছে এক পলক।
সেই পলকের মধ্যে লুকিয়ে ছিল
এক চাপরাস*,
যার পাশ দিয়ে কুলকুল করে বইছিল এক স্রোত।
সে স্রোতে টুপ করে ঝরে পড়ে
এক হলদে পাতা সম...
কাঁচের মত স্বচ্ছ আমাদেরই বর্তমান।
বহে যায় প্রবাহের সাথে সাথে।
ডুবতে থাকে বর্তমানে...
বাঁচার তাগিদে,
দেখি সংঘর্ষে লিপ্ত এক একটি পলক
আমার ও আমাদের।
হঠাৎ দেখি .…...
একটা নগণ্য পোকা
চিরস্থায়ী আস্তানার খোঁজে
চেপে বসে বর্তমানের বুকে,
টলমলে পাতা ....টলমলে বর্তমান
যেন ঘুরপাক খায় সমুদ্রের অতল গহ্বরে....।
হাবুডুবু খায় স্বপ্নিল মন,
বাঁচার আর্তনাদ তীব্র থেকে তীব্রতর।
সময়, দিব্যি মুঠো ফসকে!
বুড়ো আঙুল দেখিয়ে,
চলে যায় দূরে,অনন্ত দূরে.....….।
সংকুচিত হয় কালের পরিধি
আর চূর্ণ বিচূর্ণ হয় কৃত্তিম চশমার চাদর।
** চাপরাস --চিহ্ন, ছাপ, দাগ।

Post a Comment

1Comments
  1. Kya baat. Khub bhalo.congradulation.

    ReplyDelete
Post a Comment

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !