সামান্য একটু ছোঁয়ায়
নিমেষে অতিক্রম করি কয়েক কোটি আলোকবর্ষ।
মনে হয় সামান্য একটু ছোঁয়ার আবেশে
যেন ভেসে বেড়ায় কাগজের ভেলায়।
তবে কি অবহেলায় কাটিয়েছি এতগুলো বছর....
শুধুই কথার মায়াজালে!
যখনই নেত্রে ফুটে ওঠে মনের নগ্নতা
বড্ড সেকেলে লাগে অসহায় চাহনি....
নির্বাক আমি.….নির্বাক তুমি....।
ক্লান্ত দুজোড়া অক্ষিপলব....
একে অপরকে পড়তে,জানতে, বুঝতে!!
বাধ্য হয়েই বন্ধ হয়ে আসে অক্ষিযুগল....
ধীরে-ধীরে, শ্লথ-মন্থর ,শম্বুকগতিতে।
বেঁচে থাকে শুধু স্পর্শের অনুভূতি,
দুজোড়া অসমঞ্জস্য হাত আর স্পর্শের অনুভব
সেই আলতো স্পর্শনেই বাঁধে প্রশংসার বাঁধ!
রচিত হয় এক একটি অধ্যায়.....।
শুনি, তোমার শব্দহীন মৃদু হাসি,
অচিরেই খেলে যায় তরঙ্গ, মনের কোণে কোণে
বুঝিয়ে দেয় আমার স্পর্শের প্রশংসা....
তোমার মুখে ফোটে ধন্যবাদের ফুলঝুরি।
দুজনেই মিলে চয়ন করি এক-একটি রঙ
সযত্নে ভরে দিই একে অপরের মনের ক্যানভাসে।
কখনো সাজিয়ে তুলি লাল রঙে তো,কখনো নীলের বাহার
যে রঙেই ভরে দিই না কেন
ক্যানভাসে ফুটে ওঠে শুধু একটাই রঙ
তোমার আর আমার অটুট প্রেমের রঙ.....
নিখাদ ভালোবাসার! অঙ্গীকারের।
এক অতীব নয়নাভিরাম পার্থিব রঙ...
চিরস্থায়ী......ঝকঝকে, তকতকে।