কাকু আর দু টাকা

এডমিন
0

গল্প: রম্য রচনা

#কাকু_আর_দু_টাকা



অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম - " ডিস্কো মোড় যাবে?"


বসুন, রিজার্ভ না শেয়ারিং?


দুপুরের চাঁদি ফাটা গরম, কোনও প্যাসেঞ্জার নেই আশেপাশে, মেয়ে বলল বাবা খুব জলতেষ্টা পেয়েছে।


পরিস্থিতি বুঝে বললাম - রিজার্ভ!


পঞ্চাশ টাকা লাগবে।


পঞ্চাশ? আঁতকে উঠলাম, মাত্র দু কিলোমিটার রাস্তার জন্য পঞ্চাশ!


মিটার নেই?


কাকু অন্য অটো দেখুন। কথা না বাড়িয়ে অন্য একজন কে জিজ্ঞেস করলাম, একই উত্তর,পরপর আরও দু-তিনজনকে... মানে মানে "হাম সব এক হ্যাঁয়" 


একটু ভদ্র গোছের একজন বলল,কাকু দেখছেন তো জিনিসপত্রের দাম, পেট্রোলের কথা ছেড়েই দিলাম। এক কাপ চায়ের দামই দশ টাকা।


কিন্তু অটো তো গ্যাসে চলে। 


আপনাকে বোঝাতে পারব না, কাকু হেঁটে চলে যান  টাকা বাঁচবে।


অপমানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করতে হল।

মেয়ে রেগে কাঁই। কটমট করে দেখছে, মানে বিপদ।


বাবা তোমার কাণ্ডজ্ঞান নেই, কটকটে রোদে পুড়ে যাচ্ছি, আর তুমি .....যতসব!


সামান্য দূরে দাঁড়ানো এক অটোওয়ালার দয়া হল, বলল বসেন কাকু।


মিটারে তো?


সে কিছু না বলে মিটার চালু করল। স্বস্তি পেলাম ও  এমন ভাব করে মেয়েকে দেখলাম যেন কেল্লা ফতে! ও হাবে ভাবে বুঝালাম "দেখলি! কামাল"।


ডিস্কো মোড়ে পৌঁছে দেখি মিটারে  52 টাকা উঠেছে, মানে 'ঠগ বাছতে গাঁ উজাড়'। আমার মুখ দিয়ে টু শব্দও বেরোচ্ছে না।


মেয়ে ঝট করে পঞ্চাশ টাকা অটোওয়ালার হাতে থামিয়ে হন হন করে হাঁটতে লাগলো।


কাকু আর দু টাকা.......!!!! অটোওয়ালার ডাকে থমকে দাঁড়ালাম।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !