#বিবাগী_মন
অনন্ত পথ.....
একাকী চলতে চলতে ক্লান্ত আজ!!
হতাশা গ্রস্থ এ ভগ্ন হৃদয়
ভালোবাসার সোনালী সূর্যের খোঁজে যাযাবর।
নক্ষত্ররা উঁকি দেয় বিবাগী মনের সাজে
অজস্র মেঘমালাকে দূরে ঠেলে
মন-মর্তে নেমেছে অভিমানী নবারুণ
অর্ভথ্যনার জন্য নেই কোনও নৈবদ্যের ডালি।
অনেক ব্যর্থতা, শাখা প্রশাখায় জড়িয়ে
সাগরে ওঠা স্বপ্নীল ধোঁয়াকে বাহুডোরে ভরে
শূন্য ভুবন থেকে সিড়ি বেয়ে নেমে এসে
রাতের ঘুমকে তাড়া করে এক অলীক স্বপ্ন....।
আবছা কুয়াশায় ঢাকা মনের কোণে কোণে সর্বত্রই
ঘন অন্ধকার, স্পষ্ট কিছুই যায় না দেখা,
না ছায়া, না অবয়ব
স্বপ্নটাকে উষ্কে দেয়; ঘুমহীন দু'টি চোখের পাতা
অযোচিত এক প্রত্যাশা ঘিরে ফেলে হৃদয় কানন
বাস্তবায়িত হবে কি না জানি না।
রাতের তারারা, ইঙ্গিতে ইশারায় বুঝিয়ে দেয়
বিবাগী মনের হাল হকিকত......
সকলেই বোঝে, বোঝে না শুধু অবুঝ মন
বাগও মানে না কিছুতেই।
বর্ণময় ছন্দ ঝরে যায় বিবর্ণ পাতার কান্না হয়ে
সন্ধ্যার সেঁজুতির আলোয় উদ্ভাসিত হয় না মন
ঝিঁঝিঁ পোকার কনসার্টও শুনিনি বহুদিন
প্রাণে আর মনে সৃষ্টি করে না সুরের মায়াজাল
দীঘল রাতের বুক চিরে হাহাকার আর আর্তনাদ।
বিস্তীর্ণ মনভূমি হারিয়েছে তার লাবণ্য,
সর্বত্রই এখন বৈভবের আড়ম্বর
কোথা সেই সহজিয়ার বাউলিয়ার প্রাণের সুর?
কোথাও তো কিছু নেই...তবুও চায় মন...
ভালোবাসার বিলম্বিত লয়ে অতীতকে খুঁজে নিতে।
বিবাগী মন কি পারবে কি?
খুঁজে নিতে, ফেরারি অতীতের ঠিকানাটি......।।
অনন্ত পথ.....
একাকী চলতে চলতে ক্লান্ত আজ!!
হতাশা গ্রস্থ এ ভগ্ন হৃদয়
ভালোবাসার সোনালী সূর্যের খোঁজে যাযাবর।
নক্ষত্ররা উঁকি দেয় বিবাগী মনের সাজে
অজস্র মেঘমালাকে দূরে ঠেলে
মন-মর্তে নেমেছে অভিমানী নবারুণ
অর্ভথ্যনার জন্য নেই কোনও নৈবদ্যের ডালি।
অনেক ব্যর্থতা, শাখা প্রশাখায় জড়িয়ে
সাগরে ওঠা স্বপ্নীল ধোঁয়াকে বাহুডোরে ভরে
শূন্য ভুবন থেকে সিড়ি বেয়ে নেমে এসে
রাতের ঘুমকে তাড়া করে এক অলীক স্বপ্ন....।
আবছা কুয়াশায় ঢাকা মনের কোণে কোণে সর্বত্রই
ঘন অন্ধকার, স্পষ্ট কিছুই যায় না দেখা,
না ছায়া, না অবয়ব
স্বপ্নটাকে উষ্কে দেয়; ঘুমহীন দু'টি চোখের পাতা
অযোচিত এক প্রত্যাশা ঘিরে ফেলে হৃদয় কানন
বাস্তবায়িত হবে কি না জানি না।
রাতের তারারা, ইঙ্গিতে ইশারায় বুঝিয়ে দেয়
বিবাগী মনের হাল হকিকত......
সকলেই বোঝে, বোঝে না শুধু অবুঝ মন
বাগও মানে না কিছুতেই।
বর্ণময় ছন্দ ঝরে যায় বিবর্ণ পাতার কান্না হয়ে
সন্ধ্যার সেঁজুতির আলোয় উদ্ভাসিত হয় না মন
ঝিঁঝিঁ পোকার কনসার্টও শুনিনি বহুদিন
প্রাণে আর মনে সৃষ্টি করে না সুরের মায়াজাল
দীঘল রাতের বুক চিরে হাহাকার আর আর্তনাদ।
বিস্তীর্ণ মনভূমি হারিয়েছে তার লাবণ্য,
সর্বত্রই এখন বৈভবের আড়ম্বর
কোথা সেই সহজিয়ার বাউলিয়ার প্রাণের সুর?
কোথাও তো কিছু নেই...তবুও চায় মন...
ভালোবাসার বিলম্বিত লয়ে অতীতকে খুঁজে নিতে।
বিবাগী মন কি পারবে কি?
খুঁজে নিতে, ফেরারি অতীতের ঠিকানাটি......।।