গঙ্গা কি পারে উল্টো দিশায় বইতে?
সম্পর্কের ঠিক বিপরীতে.....।
সম্পর্ক ভেঙে গেলে ভালোবাসার পরিণতি কি হয়?
মজবুত না কি পলকা.....।
শুরুটা অনেকই সুন্দর ...
অনেক টোটকা আছে সম্পর্ককে দৃঢ় করতে
এমনই এক জাদুকরী উপায ঝগড়া....
ষাট উদ্ধ দিদিমা ফোকলা হেসে প্রায়ই বলে
'ঝগড়া ঝাটিতে ভালোবাসা বাড়ে গো বাড়ে',
'ঘটিবাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে '
বড্ড সেকেলে লাগে দিদিমার কথাগুলো।
কিন্তু বোঝায় কে তারে!!
সম্পর্ক নিয়ে দরাদরি!! মন কষকষি!!
বহু কথা ঢুকে পড়ে অজান্তেই
মেনে নেওয়া, মানিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি
বহু কথা ভীড় করে।
কিন্তু দুটি মনের মধ্যের রসায়ন লুকিয়ে থাকে
সত্যতা, সহমর্মিতা আর সংবেদনশীলতার মাঝে।
দিদিমা তুমি বোঝ কি?
সম্পর্কের মাঝে সততার মূল্য,
সতেজ রাখে বিশ্বাস দুটি প্রাণে
তবেই তো......
চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগোয় জীবন রথ
অষ্টেপৃষ্টে জড়িয়ে সহমর্মিতা আর সংবেদনশীলতা।
সম্পর্কের ঠিক বিপরীতে.....।
সম্পর্ক ভেঙে গেলে ভালোবাসার পরিণতি কি হয়?
মজবুত না কি পলকা.....।
শুরুটা অনেকই সুন্দর ...
অনেক টোটকা আছে সম্পর্ককে দৃঢ় করতে
এমনই এক জাদুকরী উপায ঝগড়া....
ষাট উদ্ধ দিদিমা ফোকলা হেসে প্রায়ই বলে
'ঝগড়া ঝাটিতে ভালোবাসা বাড়ে গো বাড়ে',
'ঘটিবাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে '
বড্ড সেকেলে লাগে দিদিমার কথাগুলো।
কিন্তু বোঝায় কে তারে!!
সম্পর্ক নিয়ে দরাদরি!! মন কষকষি!!
বহু কথা ঢুকে পড়ে অজান্তেই
মেনে নেওয়া, মানিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি
বহু কথা ভীড় করে।
কিন্তু দুটি মনের মধ্যের রসায়ন লুকিয়ে থাকে
সত্যতা, সহমর্মিতা আর সংবেদনশীলতার মাঝে।
দিদিমা তুমি বোঝ কি?
সম্পর্কের মাঝে সততার মূল্য,
সতেজ রাখে বিশ্বাস দুটি প্রাণে
তবেই তো......
চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগোয় জীবন রথ
অষ্টেপৃষ্টে জড়িয়ে সহমর্মিতা আর সংবেদনশীলতা।