মুখোশ
মুখমণ্ডল কম, মুখোশই বেশি
দেখা যায় কপটতার বাজারে।
দেখি সকলেই ছুটছে একই প্রয়াসে!!
একই দিকে
কুপমণ্ডকের উপাধিটা মন্দ নয়
নাঃ, বেশ ভালোই আছি একাকীত্বে।।
'খুব ভালো আছির দৌড়ে'
জুটেছে অবাল বৃদ্ধার দল!!
পদস্থলিত তিরঙ্গা, ভূলুণ্ঠিত সন্মান
ভ্রূক্ষেপহীন অমানবিকের ভিড়
ক্রমে ক্রমে পাতলা হয়।
পাগলিটার রাতটি সুখেই কেটেছিল
বুকে জড়িয়ে গর্বের তিরঙ্গা।