নিরস্ত্র
শতাব্দী ধরে নিরস্ত্র, অস্ত্রহীন
আর তোমার দু হাতে তেজ ধার তলোয়ার
সব কিছুই তো আছে হাতের মুঠোয়
কি নেই সেখানে?
অফুরান শক্তি আস্ফালন,
অঢেল ধন-সম্পদ, ঐশ্বর্য-প্রতিপত্তি।
বিশ্বাস করি,
তুমি মহা পরাক্রমশালী, সর্বগুণ সম্পন্ন,
সর্বশক্তির মালিক।
কিন্তু ইদানিং লক্ষ্য করছি!
ঠিক মতো চলে না তোমার তলোয়ার।
শত্রুবিনাসে কেন এত হঠকারিতা?
আর কপালে বিন্ধু বিন্ধু ঘাম......
কিসের ভয়?
বিশ্বাস করো সুরক্ষিত আছি, পুরোপরিই।
আর তুমি নিজেকেই করছো ক্ষতবিক্ষত।
শোন, বুক ভরে স্বাস নাও,
ভরে নাও আকাশ সম বিশুদ্ধ বাতাস।
দেখো সামনে দাঁড়িয়ে আছে নিরস্ত্র, নির্বল....
একত্রিত করে সমস্ত বল সজোরে করো বার,
পূর্ণশক্তিতে.....ঠিক বাহুবলীর মতোই।
সম্পূর্ণ নিরস্ত্র, বিবস এক নিষ্প্রাণ জীবন
স্বচ্ছ প্রমাণ করার ইচ্ছেটুকুও নেই
অবিশ্বাসে বেঁচে থাকার অর্থই বা কি?
অহমিকার আয়ু আর কতোদিন?
পতন শব্দহীন, ইতিহাস সাক্ষী আছে।।
মনে রেখো.........।
শতাব্দী ধরে নিরস্ত্র, অস্ত্রহীন
আর তোমার দু হাতে তেজ ধার তলোয়ার
সব কিছুই তো আছে হাতের মুঠোয়
কি নেই সেখানে?
অফুরান শক্তি আস্ফালন,
অঢেল ধন-সম্পদ, ঐশ্বর্য-প্রতিপত্তি।
বিশ্বাস করি,
তুমি মহা পরাক্রমশালী, সর্বগুণ সম্পন্ন,
সর্বশক্তির মালিক।
কিন্তু ইদানিং লক্ষ্য করছি!
ঠিক মতো চলে না তোমার তলোয়ার।
শত্রুবিনাসে কেন এত হঠকারিতা?
আর কপালে বিন্ধু বিন্ধু ঘাম......
কিসের ভয়?
বিশ্বাস করো সুরক্ষিত আছি, পুরোপরিই।
আর তুমি নিজেকেই করছো ক্ষতবিক্ষত।
শোন, বুক ভরে স্বাস নাও,
ভরে নাও আকাশ সম বিশুদ্ধ বাতাস।
দেখো সামনে দাঁড়িয়ে আছে নিরস্ত্র, নির্বল....
একত্রিত করে সমস্ত বল সজোরে করো বার,
পূর্ণশক্তিতে.....ঠিক বাহুবলীর মতোই।
সম্পূর্ণ নিরস্ত্র, বিবস এক নিষ্প্রাণ জীবন
স্বচ্ছ প্রমাণ করার ইচ্ছেটুকুও নেই
অবিশ্বাসে বেঁচে থাকার অর্থই বা কি?
অহমিকার আয়ু আর কতোদিন?
পতন শব্দহীন, ইতিহাস সাক্ষী আছে।।
মনে রেখো.........।