চক্রবাত
তোমার অতল স্মৃতির হেঁয়ালি সমুদ্রে
অতন্দ্র পাহারায় ঠাঁই দাঁড়িয়ে
উত্তাল ঢেউ আর মাতাল বাতাস।
যখনই আড় চোখে দেখি.....
মনের মাঝে উথালপাথাল করে
এক ভীষণ দানবরূপী চক্রবাত।
সে ঘূর্ণির মাঝে দেখি এক দিশাহারা নাবিক!
ক্ষত বিক্ষত হয়ে যায় অচিরেই
সে তো আমিই......
ভাবি চক্রবাতই দায়ী
সেই তো নিয়ে আসে তান্ডব।
নিজের অংশের তাণ্ডবলীলার শেষে
নেই কোনও তার চাপা হাহুতাশ
ডানপিটে চঞ্চল শিশুর ন্যায় ঘুমিয়ে পড়ে
পারিপার্শ্বিকে এক অদ্ভুত প্রশান্ত বাতাবরণ
নিঃশ্বাসে শান্ত আহবান।
নির্লিপ্ত নয়নে চেয়ে থাকি, সাক্ষী সুনীল আকাশ।
পাগল আমি......
পুনরায় সবকিছুই ভুলে,
হারানো শক্তি একটু একটু করে সঞ্চয় করে,
ঐক্যবদ্ধ করে....নিজ পায়ে দাঁড়িয়ে পড়ি।
কিন্তু পুনঃ !!
তোমার স্মৃতির কৌতূহলী মোহে আচ্ছন্ন হয়ে ভাবি
হে চক্রবাত!! তোমাকে স্বাগতম!
সুস্বাগতম.....।