রঙ-রূপ
ভাবনার চাদরে মুখ ঢেকে
আজকাল আমরা হীনমন্যতায় ভূগী,
লাগামহীন প্রত্যাশার রঙ সীমানা ছাড়িয়ে
ক্ষণে ক্ষণে মনকে করে পরিযায়ী।
কথাগুলো বিষাদ লাগে
কন্ঠ বেয়ে নেমে যায় অতলে
রঙ-রূপের অহংকারে নূরজাহানও দেখেছে
আরশিতে ভেংচি কাটা বীভৎসতা।
স্বচ্ছ টলটলে গোলাপি হৃদয়
জলের রঙ কিন্ত বদলে গেছে
পরিবর্তনের আভাস মনের রঙে
দূষিত কিছুই মিশেনি, তবুও।
মনে লেপ্টে আছে এখনও
নতুন দিনের সোনা রোদমাখা দুপুর
কোণে কোণে সর্বত্রই অগুনিত শূন্যস্থান
আর ভাবনাকে বাস্তব রূপ দিতে ব্যস্ত থাকি।
আমি, একা হাতেই দিনরাত জেগে
শূন্যস্থান পূরণ করার কথা মেনে চলি
ভাবনার আগুনে খাক হতে দেখি
ছোট্ট ছোট্ট এক একটি অহংকার।
রঙ-রূপ!, সাদা মেঘের ভেলায় চড়ে
পাড়ি দেয় তিলোত্তমার সীমানা ছাড়িয়ে
জীবাণুমুক্ত পরিবেশ, বদলে মনের দেওয়ালে
একটু রঙের ছোঁয়া দেওয়া যেতে পারে বৈকি!
সন্ধ্যার শেষে, ক্লান্ত পৃথিবী
দূরের গ্রামে জেগে ওঠে পাণ্ডুর চাঁদ
ঘুমিয়ে পড়ে সবকিছুই,
জেগে শুধু আমি আর ঝিঁঝির দল।