জ্বলন্ত ইচ্ছে
রাতের অন্ধকার আকাশে,
আমি একটি উজ্জ্বল তারার অনুসন্ধান করি।
কারণ সে এমন একটি জায়গা,
যেখানে থাকে আমার ভালোবাসা,
তুমি, আমার নয়নতারা !!
অনেক তারার ঝলকানির মাঝে
এক ছোট্ট পলক, মিট মিট করে
জানি, এখনও তো কেউ আছে সেখানে ,
অনন্ত কালের তপস্যায় বসে।
তুমি কি বোঝাতে চাও?
লক্ষ লক্ষ তারার ভিড়ে
আমি কি ব্যর্থ হবো খুঁজে নিতে?
মনে রেখো, সত্য আমাদের ভালোবাসা,
চিরসত্যই!!
কিন্তু ভয় পায় তরতাজা নতুন সকালকে
যার স্নিগ্ধতাই পারে আলাদা করতে,
কিন্তু রাতের আন্ধার কি খুব দূরে?
ভয় কি? ক্ষণিকের অপেক্ষা মাত্র
আবারও আমারা থাকব একসাথে...
হাতে রেখে দুটি উষ্ণ হাত …… পরস্পরের আলিঙ্গনে।
Khub bhalo laglo.
ReplyDelete