কেন!!
কিছু কিছু অভ্যাস
অজান্তেই অঙ্কুরিত হয় নীরবে, নিশ্চুপে ……।।
যেমন,
ফুলে যাওয়া শিরাগুলোকে মালিশ করা,
চলার পথে হঠাৎই থেমে যাওয়া,
অহেতুক এদিক ওদিকে উঁকি ঝুঁকি করা,
ছায়া দেখে থমকে দাঁড়িয়ে যাওয়া............
এমনি সব অদ্ভুত অদ্ভুত আভ্যাস
কিন্তু কেন ?
কিছু কিছু অভ্যাস, যেমন...
যখন তখনই হৃদয়ে জ্বালা অনুভব করা
মাথা থেকে পা পর্যন্ত ক্ষতক্ষতে দাগ দেখা
প্রবাহের বিপরীতে একা একা চলা
এগুলিই বা কেন?
কিছু কিছু অভ্যাস, যেমন...
জীবন দর্শনের উপর অনর্গল বকবক করা
বিজ্ঞ-পণ্ডিতদের হেলায় হেয় করা
স্থানকাল পাত্র না ভেবে মূর্খের মত আচরণ করা
এগুলি কি?
আর কেনই বা!!!