কিছু সময় পর প্রতিটি মানুষকে নিচে রাখা হয়।
শিশুকে মাটিতে বসাতেই কেঁদে ফেলে....
বোঝে সে কোল আর মাটির অন্তরাল
বৃদ্ধও বুঝে .. ... ।
একটু বসে বসে আরাম করো.….
বদলে কানে বাজে -একটু অপেক্ষা করো।
শৈশব আর বৃদ্ধঃকালের কোনও ফারাক থাকে না।
আত্বাকে চিনবো বলে সাধুর ভেক ধরেছি
জটার পাক ধরেছে দাড়িতে
উটকো কিছু পরজীবীর
অন্ততঃ একটা পাকাপোক্ত ঠাঁই হয়েছে।
ভনভনে মাছির সুর মন্দ লাগে না
নর্দমার দুর্গন্ধ মন্দ লাগে না
সিগারেটের ধুঁয়ার মত পতপত করে উড়ে যায়
ছোট্ট ছোট্ট সব আহ্লাদ
বোকা আমি গর্বিত নিজের মূল্য নিয়ে।
হাত কাটা কনিষ্ক এর মত ফ্যালফ্যাল দেখি
ক্লান্ত শহরের ব্যস্ততা
ক্লান্ত মন, পরিত্যক্ত জীবন
অল্প স্বল্প শখ আহ্লাদ নিঙড়ে নেয় শেষ রস
সকলেই ব্যস্ত হাততালিতে
কোল আর মাটির অন্তরাল........
অপ্রিয় সত্যতাই কেউ বুঝলো না।