আমি নিশ্চুপ ছিলাম
কিন্তু অন্ধ নয়, যেটা তুমি ভেবেছিলে।
অনেক কিছুই লুকিয়ে থাকে ' কিছু নেই এর ভেতরে'
ফ্যালফ্যাল করে চেয়ে আছে 'সময়'
সব কিছুই দেখছে
নীরবে, নিশ্চুপ।
চাপলুসির চলচ্চিত্র চলছে সর্বত্রই.....
গোসল করে চুপচাপ বসে আছি
না!! দেখার ইচ্ছেটা মরেই গেছে সেই কবে
নিশ্চুপ আমি ...অন্ধ মোটেও নয়।।
বদলে যাবে সব,
তুমিও, আমিও....আর সব অহংকার
শোলার মুখোশখানি খসে পড়বে অনায়াসে
মিথ্যের ডালি কুরুক্ষেত্রের ময়দানে খুঁড়বে কবর
দেখবে তুমিও......।
নিষিদ্ধ রজনীর শুনশান গলিতে
আর্তনাদ করে খাঁ খাঁ শূন্যতা
কলম্বাসের জাহাজ খানি হয়তো মুখ ফিরিয়ে ছিল এখানেই
সেদিন শুনেছিলাম নীরবতার হাততালি।
ফুড়ুত করে উড়ে যায় তে-রঙা পাখিটি
হয়তো সকালের আলো ফুটতে নেই দেরী
কিন্তু এতো শীঘ্রই বা কেন!!
কালো রাত্রির শেষটুকু দেখা যে বাকি.....।
চাপলুসি
Friday, March 12, 2021
0