মনুষ্যত্ব
সুদূর চীন থেকে তিব্বতের মালভূমি পেরিয়ে
ছুটে চলেছি নিরন্তর খোঁজে...।
খুঁজে পাবো মনুষ্যত্বের খোঁজ
তাইতো রোজ একটু একটু করে হাঁটছি সেই পথে।
গল্পটা নতুন অধ্যায়ে শুরু হলেও
কাব্যের আড়ালে খুঁজছি নতুন কিছু...
ভ্রমণের পথে টুকরো টুকরো পাথর
ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র
মায়ের আঁচল ধরে শেষ দু ফোঁটা জল ফেলেছি
শুকিয়ে গেছে এখন জলধারা।
বাস্তবতা যে কতটা কঠিন, বুঝতে পারবে না
সূর্যাস্তের শেষ দৃশ্য দেখার আগেই
হার মেনেছে বহু পরাক্রমশালী
আমি কিন্তু, এখনও হেঁটে চলেছি।
অহংকারের নেশায় বুঁদ ধরণী
মানবতার অপমৃত্যু, কিই বা এসে যায়!!
আসল পরিবর্তন দেখা এখনও বাকি
তাই তো হেঁটে চলেছি একাকী।
একবার না হয় স্বপ্নের পেছনে ছুটেই দেখি
সোনার হরিণের দেখা মেলে কি না
পুষ্পক রথে বন্দী করে নিয়ে যাক
এমন ছবি নাই বা আঁকলাম আমি।
নুন মাখা জলে ভিজিয়ে সমস্ত বাস্তব
পাশে সরিয়ে রেখে খুনসুটি
সমস্ত বাধা পেরিয়ে আসবে অনুভূতি
আবেগের সাগরের গভীরতা থেকে।
দাঁড়াও!! আমিও পথিক.....
হেঁটে চলেছি অনন্ত কাল
ফা হিয়েং এর পদাঙ্ক ধরেই
ঠিক খুঁজে নেব মনুষ্যত্ব, অমানবিকতার বাজারে।
ছুটে চলেছি নিরন্তর খোঁজে...।
খুঁজে পাবো মনুষ্যত্বের খোঁজ
তাইতো রোজ একটু একটু করে হাঁটছি সেই পথে।
গল্পটা নতুন অধ্যায়ে শুরু হলেও
কাব্যের আড়ালে খুঁজছি নতুন কিছু...
ভ্রমণের পথে টুকরো টুকরো পাথর
ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র
মায়ের আঁচল ধরে শেষ দু ফোঁটা জল ফেলেছি
শুকিয়ে গেছে এখন জলধারা।
বাস্তবতা যে কতটা কঠিন, বুঝতে পারবে না
সূর্যাস্তের শেষ দৃশ্য দেখার আগেই
হার মেনেছে বহু পরাক্রমশালী
আমি কিন্তু, এখনও হেঁটে চলেছি।
অহংকারের নেশায় বুঁদ ধরণী
মানবতার অপমৃত্যু, কিই বা এসে যায়!!
আসল পরিবর্তন দেখা এখনও বাকি
তাই তো হেঁটে চলেছি একাকী।
একবার না হয় স্বপ্নের পেছনে ছুটেই দেখি
সোনার হরিণের দেখা মেলে কি না
পুষ্পক রথে বন্দী করে নিয়ে যাক
এমন ছবি নাই বা আঁকলাম আমি।
নুন মাখা জলে ভিজিয়ে সমস্ত বাস্তব
পাশে সরিয়ে রেখে খুনসুটি
সমস্ত বাধা পেরিয়ে আসবে অনুভূতি
আবেগের সাগরের গভীরতা থেকে।
দাঁড়াও!! আমিও পথিক.....
হেঁটে চলেছি অনন্ত কাল
ফা হিয়েং এর পদাঙ্ক ধরেই
ঠিক খুঁজে নেব মনুষ্যত্ব, অমানবিকতার বাজারে।
*****