আলিঙ্গন
মন খারাপের ওষুধটা
খাবো কি আমি একা
কি-ই বা বয়ে যায়
যদি ভাবে কেউ বোকা।
আঁধারেই থেকে যায়
ক্লান্ত মনের বেদনা
যদিও আঘাত করে থাকে
একাকীত্বে, ফুঁপিয়ে কেঁদোনা।
হৃদয় পুড়িয়ে ওঠে ধোঁয়া
আঁধারের আচ্ছাদিত রাতে
নতুনত্বের নেশার কি
স্রোত বইবে অন্য খাতে।
ইত্যাদিতেও নেই কোন রসকষ
স্মৃতির পাতাইয় তুমি-হীন সাকার
বিষণ্ণ করেছে এই মুগ্ধতা
বেড়েছে ছায়া-দ্বন্দ্বের আকার।
শব্দ বুনে গেছে সময়
কিছুটা সঙ্গী হোক নীরবতা
হাঁটতে চাই গুটি কয়েক পা
ভুলতে চাই কলিঙ্গের বর্বরতা।
অবহেলার পাহাড় ঠেলে,
গোটা আকাশটাকে দেখবো
ভাবছি, ভিড়ের বাজারে
একটা আলিঙ্গন কিনবো।