তুমি বই পড়ো?
হ্যাঁ, কেন?
বইয়ের শেষ অধ্যায়ের কাছাকাছি আসতেই বুঝতে পারি, সমাপ্তিটা কি হতে চলেছে...তাই না?
হ্যাঁ!????
কিভাবে বুঝতে পারো?
অতি সহজেই!!! আসলে মস্তিষ্কে এক ধরনের কল্পনা কাজ করে। সেটাই আমাদের বুঝতে সাহায্য করে।
আমিও কিন্তু আমাদের সম্পর্কের শেষটা স্পষ্ট দেখতে পাচ্ছি।
কি? চোখে মুখে বিস্ময়!!
হনহন করে হাঁটা শুরু করলে কেন?
না হেঁটে কি উপায় আছে?
দাঁড়াও.…..প্লিজ....দাঁড়াও!! একটু দাঁড়াও.........!! এভাবে চলে যাচ্ছ কেন? সমাপ্তিটা কি আমরা নতুন করে লিখতে পারি না!!
....….........…......... সমাপ্ত।