বাহানা ছিল, কারণও
শিয়রে মৃত্যু দাঁড়িয়ে অবিরাম
মনে পড়ছে না, শেষ কবে বেঁচে ছিলাম
আমি চিরদিনই মৃতপ্রায়।
করোনা মহামারী,ছোঁয়াচেও
বুঝেছি,সব জেনেছি
আমার মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে মানবতার
দূরে সরিয়ে দিয়েছে সন্তান সন্ততি, পরিবার-পরিজন।
ভয় করে,
যদি পড়ে থাকি ভ্যাটের কোণায়
কিংবা ঠাঁই মেলে নর্দমায়
আর কুকুর বেড়ালেই যদি ছিঁড়ে খায়
স্বর্গ প্রাপ্তির কিই বা গতি হয়?
শ্মশানের কাতারে সারি সারি লাশ
নেই ঠাঁই গোরস্থানেও
সামনে দাঁড়িয়ে বিবেকহীন, নগ্ন
একদল সুযোগসন্ধানী,অর্থপিপাসু,
নরপিশাচ লোভী ভেড়ির দল।
হিন্দুর লাশ মুসলমানের কাঁধে
গোরস্থানে হিন্দু টুপি পড়ে,
বাকি অভাগারা পরিযায়ী
ভেসে বেড়ায় নদী বক্ষে।
আগুন পাবো , বিশ্বাস করিনি
তবুও আত্মা মুক্তি পাবে
মোক্ষ প্রাপ্তি শুধু সময়ের অপেক্ষা
তাই তো পড়ে আছি গঙ্গাবক্ষে।
কে দোষী, কেই বা নির্দোষ
শুনে রাখো বেওয়ারিশ লাশ
এটাই ছিল ভাগ্যের লেখন
তাই তো আমি ভেসে বেড়াই......
মোক্ষের লোভে....পরিযায়ী লাশ।
মোক্ষের লোভে....
Monday, August 16, 2021
0
Tags