ধেয়ে আসছে সারি সারি লাশ
টর্নেডোর চক্রবৃহঃ ভেদ করে।
রংবেরঙের বাহারি সাজে সজ্জিত
আব্দুল, ডেভিড, সুকুমারদের দেহ।
আশ্চর্য, সকলেই গোল গোল ঘুরপাক খায়
নর্দমার বিশুদ্ধ জলে....
লেশমাত্রও নেই তাদের কোনও মান অভিমান,
এক পঙক্তিতে ঠিকানা সবার
পাথেয় ইহলোকের কর্মফল,ঠিকানাহীন গন্তব্য।
ভাগ-বাঁটোয়ারার ফল, দুটো টুকরো
হামেশাই দুইভাবে কথা বলে,
ফাটল ধরেছে, মস্তিষ্কের সুচিন্তাতে
দেহগুলো শুধু সংখ্যাতত্ত্ব.....
বিভাজন ব্যাখ্যার এই টানাটানিতে।
শুভ অশুভের লড়াইয়ে
নিশ্চুপ ঘরে বসে একদল বুদ্ধিজীবী-সমাজশোধক,
শাপশাপান্তে ব্যস্ত থাকে।
দুর্দিন চিরকাল থেকে না ... সুখও না
চেতনাকে তোলপাড় করে অসংখ্য কাল
দূর থেকে মৃত্যুর গর্জন শুনে
মূর্ছিত বিহ্বল-করা মরণে করে আলিঙ্গন;
এসেছে আদেশ,বন্ধনকাল এবারের মতো শেষ
পুরানো সঞ্চয় নিয়ে আর বেচাকেনা চলবে না।
সামন্তেরা নিশ্চুপ, ব্যস্ত আখের গোছাতে
দিনের আলোয় টর্চ জ্বালিয়ে...
এগিয়ে চলেছে উদ্ধারকারীর দল
সাদা কালো দেহ চকচক করে
সোনালী রোদ্দুরের আলতো ছোঁয়াতে।
শীঘ্রই নির্গত হবে মহামূল্যবান তেল ফিনকি দিয়ে
পচা গলা বেওয়ারিশ লাশদের বুক চিরে,
জমা হয় পরিত্যক্ত পুকুরে কুয়া।
পাথর নিক্ষেপ করতে উদ্যত একদল উন্মাদ
হটাৎই থমকে দাঁড়ায়!!! .....,
মহামূল্যবান সম্পদ....তৈলাক্ত রূপী
সর্বত্রই ছড়িয়ে পড়ে আমফানের গতিতে।
বুঝে নিতে নিজ নিজ পাওনা গণ্ডা
ছোটবড় পাত্র নিয়ে ভাগ-দৌড়ে পদপিষ্ট হাজার
বিধাতা মুচকি হাসে.......।
সমুদ্রতীরপানে দিতে হবে পাড়ি
কাণ্ডারী ডাকে তাই বুঝি.....।
যদি প্রাণে থাকে শেষ আশটুকুও......
দেখা হবে মহামারীর শেষে....
কোরোনা কালের অন্তিম ক্ষণে
গোধূলি লগ্নে..রক্তাক্ত রণভূমির ওপারে
বিজয়ীর অভূষণে.....।।।
মহামারীর শেষে
Tuesday, August 17, 2021
0