অভ্যাস

এডমিন
0


এই পৃথিবীতে আসার গল্প
অন্তত: কিছুই জানা নেই,
কিন্তু ছেড়ে যাওয়ার আগে
বুকের মাঝে জমেছে ঝুড়িঝুড়ি গল্প।

বাকি আছে বেশ কিছু প্রশ্ন
আকাঙ্ক্ষিত শেষ উত্তরটা পাবো কি?
ইতিমধ্যেই জমা পড়েছে অভিমান
দমকা হাওয়ায় উড়ে না যায় যেন!

একজোড়া বিশ্বাসী হাত
আর এক অবিশ্বাসী ক্ষণ
জড়িয়ে ধরে অষ্ট-পৃষ্ট
বাড়িয়ে যায় শুধুই কষ্ট।

মন জুড়ে ছিল উষ্ণতার আমেজ
মনে মনে ভাবি সত্য ছিল না ভ্রম
একটু একটু অবহেলায়
এগিয়ে যায় নীরবতার দুয়ারে।

রাত বাড়ে, ততোই ভয় বাড়ে
হ্যাঁ,গুরুত্ব বাড়লে দূরত্বও বাড়ে
প্রখর হয় দহনের তীব্রতা,
চাই শুধু এক পশলা ভালোবাসা।

ইচ্ছেগুলিকে পুড়িয়ে মারি,
কিছুকে পাঠাই নির্বাসনে,
যার ভেঙেছে হৃদয় সেই জানে
ভালোবাসা কি ভীষণ প্রতারক।

নেই তার কোনও শেষ
রোজ-রাত বুকের উপর দিয়ে
ব্যথার রেলগাড়ি ছুটে যায়,
প্রতিনিয়ত আঁতকে উঠি যন্ত্রণায়।

শীতল ভেজা চোখ
নীরব আপোষে ভেসে যায়
তমসার সাম্রাজ্যে উঁকি দেয়
ভিন্ন সংকেত দুঃখে পরিপূর্ণ।  

প্রতিক্ষণে প্রতি নিঃশ্বাসে
সে যন্ত্রণায় পুড়ে অঙ্গার হই
প্রতিরাতেরই ঘটনা, কিন্তু......
আজও অভ্যাসে পরিণত হল না।



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !