কবিতা - সাতপাঁচ
কলমে #এম_ওয়াসিক_আলি
আমাকে ডেকে একটি পেতাত্বা
জিজ্ঞেস করে স্বর্গের ঠিকানা
তার কালো রঙের ঠোঁট দুটো
পান খেয়ে টকটকে লাল......।
ভাবছি এমনটিও কি সম্ভব
জাদুর ছড়ির বসে আস্ত দুনিয়া
এগিয়ে যায় তীব্র গতিতে ....
উড়ে যায় পরী,দেখি পেতাত্মা।
আধবোজা চোখদুটিতে
একটুখানি লেগেছিল
ঠিক তখনই পৈশাচিক উল্লাসে
খুলে যায় একটি বিশাল দ্বার
তার উপরে লেখা আছে "স্বর্গদ্বার"।
কিন্তু কই, দারোয়ানের দেখা নাই
গহীন আঁধার,ভেতরে গুমোট গুমোট ভাব
প্রকট হয় আরও এক পৈশাচিক অবয়য়
গা ছম ছম করে....অজানা ডরে।
ভূমিষ্ট হব কিনা ভাবছি
এই মায়াময় পৃথিবীর বুকে
নির্ঘাত কেউ না কেউ করবে
কয়লার মাঝে হীরের খোঁজ।
যখন শর্টসার্কিট হয়ে লোডশেডিং হয়ে যায়
খুব ভয় করে.....
এই বুঝি পেতাত্মা ধরে ফেলে
অজান্তেই কামড়ে দিই মধ্যমায়।
ময়দানের আড়াআড়ি চলে গেছে
বিষুবরেখার লম্বা দাগ
ভাবছি তার লেজুরে যদি ক-খ লেখা হয়
ভেসে বেড়াবে রূপকথা, ঘুড়ির লেজ ধরে।
বেহায়া চিন্তা ভাবনাগুলো
কেমন যেন বেখাপ্পা লাগে
মুক্তির দাবিতে তোলপাড়
শীঘ্রই বসবে আমরণ অনশনে।
না আর ভাবছি না সাতপাঁচ
সামনেই অপ্সরা নৈবদ্যের থালি হাতে
হাঁসি মুখে বরণের অপেক্ষায়......।
বন্ধ চোখে আলোর মিছিল
এই বুঝি ভোরের আলো ফুটে উঠেছে .......।
besh bhalo laglo
ReplyDelete