গুরুভার
কলমে- এম ওয়াসিক আলি
শরীর ওজন শূন্য হয়ে গেছে
হাত বাড়িয়ে অনায়াসেই চাঁদকে ছুঁয়ে ফেলি।
ধান ভাঙা মেশিন দিয়ে শব্দ তৈরি হচ্ছে
হতবাক হয়ে দ্যাখে হাড়কিলে হাভাতে মানব
তার মনে , একগুচ্ছ প্রশ্নের লম্বা ফর্দ
সে মুনিষ না মনিব কে জানে!!
কিছুই ঠাহর করা যায় না।
আলতো ঘোর সবেমাত্রই এসেছিল
বেহায়া মাছি, কানে কাছে ঘ্যানর ঘ্যানর করে
রাপ ধরনের ডিজে মিউজিকের মতো,
আজকাল সকলেই গান ভাজতে ওস্তাদ।
শেকড়ের খোঁজে হয়রান...
শেরশাহের দাওয়াত নামা খুঁটে পড়তে পড়তে
নবাব নবাব মনে করছি নিজেকে!!
খুশবু লাগানো পূর্বপুরষদের শেরওয়ানিতে
আমি যেন, সর্বগুণ সম্পন্ন এক সুদর্শন পুরুষ
বাঁকা নজরে কে দেখে? শরম লাগে না বুঝি?
বিশুদ্ধ পাগলামিতে কেটে যায় আলসেমির দিন
পার্থিব জগতের চাকা হু হূ করে এগিয়ে চলে
কিন্তু বাস্তবের অভিমুখ ঠিক উল্টোদিকে,
একাকি চলেছি বালুচরে....
লালায়িত তৃষ্ণা ধরে এনেছে নদী কিনারে,
কোনোদিনই বিন্দুমাত্র জল ছিলো না সেখানে।
নিজেকে বাঁচাতে শিখেছি
কালো জীবনের পর্দার ওপারের অতীত
মাঝে মাঝেই শাসানি দেয়
কিছু কিছু সাধারণ কথা
বড্ড মনে পড়ে আজকাল।
বদলে যাচ্ছে মানব প্রতিদিন
কিন্তু অনুভূতিগুলো আঁকড়ে ধরে শক্ত করে
অহরহ ভাবি ফিরেই যায় তার কাছে
কিন্তু দায়িত্বের গুরুভার আটকে দেয় পথ।।
হ্যাঁ, দায়িত্বের....বাধ্যবাধকতার!!!!