অপেক্ষার ঘন জঙ্গল
কলমে- এম ওয়াসিক আলি
তোমার অপেক্ষার ঘন জঙ্গল!!
আমার চোখের গভীর সমুদ্রে ।
অপেক্ষার কিছু ঘন জঙ্গল
গজে উঠেছে তরতর করে.....
সেগুলো ম্যানগ্রোভের।
অশ্রু বৃষ্টিতে সিক্ত হয়ে
লবণাক্ত জলে বেড়ে ওঠে
অগাছার মতোই নির্লজ্জ।
কিছু সাধারণ ব্যাথার
আকাশ চুম্বী গাছ
গজে উঠেছে সেখানে .....
যার শিকড় মাটি ফুঁড়ে চলে গেছে
পাতাল লোক পর্যন্ত.....।
শাখা প্রশাখা মেলে ধরেছে
উন্মুক্ত,বোহেমিয়ান জীবনের উড়ানের মত,
খোলা আকাশে,প্রসারিত করে বাহুদ্বয়...
শিথিল করে তুলেছে অঙ্গপ্রত্যঙ্গ আমার।
উদাসীনতার জেলিফিশ
আর ব্যাথা-বেদনার বিরহের শামুক,
দেখা মেলে যততত্রই.....।
একনিষ্ট... নিডর, নির্ভয়
অনায়াসেই সাঁতার কাটে
লবণাক্ত অশ্রুর সমুদ্রে...
আমার রুষ্ট আচরণ, হাবভাবের
পরোয়ানা, না করে
অনেকেই এসেছে অত্রে
বিহগের মতো
নিপুণ হাতে বাসা বেঁধেছে...
তবুও অবহেলায় পরিত্যাগ করে গেছে
উড়ে গেছে.... চিরতরে!!
শোনো,
এ আঁখি প্রতীক্ষায়... শতাব্দী ধরে
যখনই আসবে,
একটু কষ্ট হলেও খোঁজ করো...
আমার আত্মা, আমার রুহ
আমার অন্তরমন.....
আমার বিবেক-চেতনাকে
ইতিউতি খুঁজে পাবে...নিকটেই
দেখবে সাঁতার কাটছে একাগ্র মননে !!
কিন্তু, মনে রেখো....
অসম্ভব সম্ভব হবে, তবেই..
যদি পাড়ি জমাও আমার দেখানো পথে
ছোট্ট ছোট্ট কদমে, সেই লবনাক্ত তটে...।
হঠাৎ করেই জেগে ওঠা...
এবড়ো খেবড়ো শৈবালের আক্রোশে
কোমল পা দুখানি,
রক্তে লতপত হলেও দেখবে না ফিরে।
শত বাধা বিপত্তির পাহাড় ডিঙিয়ে
আসতেই হবে তোমাকে....
প্রতীক্ষায় আছি,
আজও , কালও
থাকবো,
অনন্ত কাল পর্যন্ত।।