প্রকৃতির সাথে খেলা
কখনো মাটি ছুঁয়ে, কখনো পেছনের চাকা আকাশে তুলে, কখনো দু পা তুলে হ্যান্ডেলটিকে দুই দিকে দোদুল্যমান করে দুই বন্ধু আঁকাবাঁকা পথে তীব্র গতিতে বাইক ছুটিয়ে মজা নিচ্ছিল কিন্তু সে মজা বেশিক্ষণ স্থায়ী হলো না, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা খেল। চালকের ঘটনাস্থলে তৎক্ষণাৎ প্রাণ গেল ও পেছনের আরোহীর শোচনীয় অবস্থা। এক পথচারী ছুটে এসে দেখলো দুজনের পরিণতি, সে দেখলো দুর্ঘটনায় বেচারা আরোহীর মাথাটাই পেছনে ঘুরে গেছে। পথচারী বেশ কিছুক্ষণ চেষ্টার পর তার মাথাটা সোজা করতে সক্ষম হল। কিছুক্ষণের মধ্যেই দুজন টহলরত পুলিশ পৌঁছে, ঘটনাটির তদন্ত করতে লাগলো। পথচারী ঘটনাটি সংক্ষেপে জানাল যে গাছে সজোরে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পেছনের আরোহীর মাথা পেছনে ঘুরে গিয়েছিল, তখন পর্যন্ত জীবিত ছিল তার মাথাটা সোজা করার কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়। তদন্ত করে পুলিশ বুঝতে পারলো, পেছনের আরোহী বাতাসের হাত থেকে বাঁচতে হুড ওয়ালা জ্যাকেট উল্টো করে পড়েছিল এবং পথচারী তার মাথাটা উল্টো দিকে ঘুরে গেছে ভেবে সোজা করতে গেছে, কিন্তু বাস্তবে তার মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে দেয়ার জন্য মৃত্যু হয়েছে নইলে বেচারার প্রাণ যেতো না।
অহরহ, সর্বত্রই এই ধরনের ঘটনা ঘটছে, প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা প্রকৃতির সাথে নিত্যদিন মজাক করে আসছি। ফলস্বরূপ অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তীব্র দহন বন্যা,ভূমিকম্প,ও আরও ভুরি ভুরি উদাহরণ সর্বত্রই....প্রকৃতি কিন্তু যেকোন রূপে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর।