কিছু কথা কিছু ...।

এডমিন
0

কিছু কথা কিছু ...।



1

খুঁটে খুঁটে দেখেছি হাজারো আরশিতে

যখনই দেখেছি হৃদয় দিয়ে

সর্বত্রই উদিত হয়েছে একই সৌন্দর্য্যে।

2

গন্তব্য সেই দুয়ার....

নিরন্তর খুঁজে ফিরি

এক আকাঙ্ক্ষিত পথ, 

পৌঁছে দেবে তার সমীপে।

3

অবলা পাখি কি মেনেছে?

মন্দির-মসজিদে ছড়ানো

দানার ভেদাভেদ।

কোন বাঁকে দাঁড়িয়ে আজ ?

চৌরাস্তায় পড়ে আছে বেওয়ারিশ লাশ

আর ধর্মের নামে হানাহানিতে ব্যস্ত 

অবুঝ মানব।

5

কিনারায় দাঁড়িয়ে কি বুঝবে

নদীর বুকের ব্যাথা

হাঁটু অব্দি ভিজে দেখো...

বুঝবে তার শূন্যতার হাহাকার।।

6

ঐতিহ্যের ভারে নুয়ে পড়া

সম্পর্কের কেনাবেচায়,কি খোঁজো?

গৌরবময় অতীত 

ক্যালেন্ডারের মতই পরিত্যক্ত।

7

কি সংযোগের রাতটাই না ছিল?

কেউ ছিলো না কাছে ভিটে

তুমি, আমি আর আমাদের কথার 

অম্ল মধুর ক্ষণের সাক্ষী ছিল।

8

খালি সিংহাসনে সেঁটে গেছি

আমি বা কি জানি

কার রক্তে লতপত।

লুহুসান।

9

না ভালো, না মন্দ 

বিচার করিনি

হৃদয়ের ছোট্ট নিস্বনকেও

সত্য মেনেছি।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !