ভাবনা- কলমে এম ওয়াসিক আলি
স্তব্ধতায় বুঝি ঢেকে যায়
দু-প্রহরের জৌলুস
নিভে যায় একে একে অপার সুখ।
ভাবনাটা নাড়াচাড়া করতেই বেরিয়ে এলো
কঙ্কালসার সংক্ষিপ্ত সারমর্ম।
নরম গরম স্পর্শের অনুভূতি সত্যিই আলাদা
ইচ্ছে করছে বলেই
নিষিদ্ধ স্পর্শের টানে খুলে দিলাম জানলা
দেখি বাতাসের সতীত্ব কিভাবে হারায়।
শহুরে পাখি বলতে ঠিক বোঝায়,
ভাবছি এক সঠিক সংজ্ঞা.....!!
আজকাল, খুবই অবাক হচ্ছি
নিত্য নতুন চিন্তাধারা কিভাবে গজায়?
আজগুবি সব.....
অসাধারণ উপাদান আছে, আরও বেশি বেশি ভাবতে চাই
উড়নচণ্ডী, উষ্কখুষ্ক ভাবনা গুলো
দেখি কিভাবে গুলিয়ে যায়!!
গোল টেবিলের বৃত্তে শুধু শূন্যতার খোলস
প্রগতির শ্লোগানে মুখরিত নিষ্ঠুর ভাবাবেগ
বিশ্বাস করতে খুব ভয় করে......
হোক না আন্দোলিত শব্দ অমর!