ঝরা পাতার দিন শেষে
বদলে গেছে সব দৃষ্টিভঙ্গি
অচল সময়ের ফেরে দিশাহীন কৌতুহল
ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে আছে অগুনতিক অনুভূতি।
কিছু কথা কিছু ব্যাথা
গেঁথে আছে চলার পথে
প্রত্যাশার ঢেউ, শক্ত হয়েছে একটু একটু করে
অহেতুক দোষ দিয়ে আর লাভ নেই।
মনের হরষে আঁচড় কেটেছে
অপরিপূর্ণতার উতলা সিন্ধু
অতিক্রম করেছি অনেকটাই পথ
নির্গুণ অতি সাধারণ ভেবেই আমি।
ছোট্ট ছোট্ট এক একটা সুখানুভব
বেঁচে থাকার রসদ যুগিয়ে যায়
কিন্ত, সফর শেষে, ফেরার দেশে কি
একা একা বেঁচে থাকা যায়?
ডুবতে বসেছিল মাঝনদীতে
ছোটো বড়ো সব অনুভব-অনুভূতি
প্রাপ্তি আর প্রত্যাশার ব্যবধান
চওড়া হাসি হাসে একাকীত্বের আড়ালে।
বাঁধ ভাঙা শব্দের তালে তালে
খুলে যায় শতাব্দী প্রাচীন জাগ্রত দ্বার
এগিয়ে আসে একখন্ড দ্যুতি
যেন দেবদূত সাক্ষাৎ দাড়িয়ে।
বুকে নিয়ে এক পশলা বৃষ্টি
সাথে আরও একটু মানসিক প্রশান্তি
শূন্যতার দূরত্ব কমে যায় অচিরে
ধুয়ে মুছে যায় একাকীত্বের বাদল।
*****