দূরত্ব
চিত্র ঃ সৌজন্যে গুগল
একটা পরিচিত হাত ক্রমশ দূরত্ব বাড়ায়
আর বন্ধ দরজার ভেতরে
হাউমাউ করে কাঁদে অভিমানী মন
জীবন নিংড়ে নেওয়া তীব্র হতাশায়।
যত না সুদীর্ঘ হয় দুরূত্বের প্রাকার
গুরুত্ব হয় পিছুটান আর মায়াজাল
জুড়ে যায় এক একটি নতুন নতুন অধ্যায়
নবরূপে লিখিত হয় স্মৃতির ইতিহাস।
বুঝেছি দূরত্বই অভিমানের ঘনত্ব,
অনুভূতির ছোঁয়া, সময়ের এক কৌশল
কিছুটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচল
কিছুটা বাস্তবতার, কিছুটা বেদনার।
কখনও কখনও ভাবি দূরত্বটাই ভালো
জানি দূরত্বের হাতছানিতে বাস তীব্র হতাশার
দূরত্বে ভালো-মন্দ মিলেমিশে একাকার
ছন্নছাড়া পোড়া মনটার খেলাঘর।
গুরুত্বের অতিষ্ঠায় যেদিন দূরত্ব হ্রাস পায়,
সুমধুর স্মৃতিরা একাকীত্বে হাসি ফোটায়
রসদও যুগায় নব-উদ্যমে ফিরে আসার
স্মৃতির তাকে তুলে রাখা সম্পর্কটাও জুড়ে যায়।
মনের মণিকোঠায়, দূরত্বের খেলা!!!!!
সে কি আর সহজেই বোঝা যায় ?
এক অদ্ভুত মায়া, সুগভীর প্রতিবিম্ব
কল্পনাতেই থাক সেই প্রাকার.....দুরত্বের।