অতৃপ্ত মন
চিত্র ঃ সৌজন্যে গুগল
তেলচিটে শিয়রের বালিশখানিই যথেষ্ট ছিল
দুচোখ জুড়ে জন্ম জন্মান্তরের ঘুম তো এলো।
স্বপ্নেই ক্রমশঃই অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছি
নিকষ কালো আঁধারের বাঁধনে ডুবে যাচ্ছি।
দূরের আলোরা দূরবীনের অবদ্ধ ফাঁসে
কতো জোনাকিরা সেখানে খিলখিলিয়ে হাঁসে।
ভালোবাসার টানে মেঠো পথ ধরে চলা মেয়ে
সুখের অনুভুতি নিয়ে চলে গেয়ে গেয়ে।
পাশে ছিল বহু চেনা জানা আপনজন
ছিলো না শুধু নিজের অতৃপ্ত দুঃখী মন
যুগল চোখে জলের লাগামগান বাঁধন
ছিন্ন ভিন্ন, জর্জরিত মনের আঙ্গন।
মন অলিন্দে নীরবতার ত্রাস
উঠেছে ঝড়, লন্ডভন্ড অটল বিশ্বাস
জমেছে রাশি রাশি বিরক্তির পাহাড়
অচিরেই দেখা দেবে মাংস হাড়।